আগামী ১৭ হতে ২৫ নভেম্বর ঢাকা মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২য় নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এ নারী কাবাডি বিশ্বকাপে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাবাডি কমিটির সাবেক যুগ্ম সম্পাদক, আন্তর্জাতিক কাবাডি রেফারি ও প্রশিক্ষক মো. শাহ জালাল উদ্দিন। সুষ্ঠু ও সুন্দরভাবে বিশ্বকাপের খেলাসমূহ পরিচালনার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তার এ অর্জনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।











