প্রথমবারের মতো প্যালেন মেয়র নির্বাচিত হয়ে ১২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের (২৭, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড) আফরোজা জহুর (আফরোজা কালাম) নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, এখন নতুন করে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব আরও বেড়েছে। আমাকে প্যানেল মেয়র নির্বাচিত করায় আমি প্রথমে আমাদের মেয়র এবং সহকর্মী কাউন্সিলর ভাই-বোনদের কৃতজ্ঞতা জানাই। যেহেতু প্যানেল মেয়রের দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল করবো। আমি সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হলেও আমি সকল ভাই-বোনদের (পুরুষ এবং মহিলা কাউন্সিলর) জন্য সমানভাবে কাজ করব। তারপরও আমাদের নারী কাউন্সিলরদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে-যেমন আমাদের নারী কাউন্সিলররা এখনো জন্ম নিবন্ধন সনদ দিতে পারেনা। আরও বেশ কিছু চাহিদা এবং চাওয়া-পাওয়ার বিষয় আছে সেগুলো নিয়ে কাজ করব। কর্পোরেশনের সকলে কাজে সম্পৃক্ত থেকে সর্বাত্মক সহযোগিতা করব। সকলের সহযোগিতায় আন্তরিকতার সাথে কাজ করতে চাই।












