নারী কর্মীকে ‘কুপ্রস্তাব’, রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের এক রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে নারী কর্মীকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার দিনভর এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির পর গতকাল সোমবার একটি কল রেকর্ডও ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার বিকালে ওই রেন্টুরেন্ট মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

জানা গেছে, অভিযুক্ত মো. সালাউদ্দিন জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থিত হোটেল কসমস অ্যান্ড রুপটপ রেস্টুরেন্টের মালিক। একই সঙ্গে তার ‘মায়ের দোয়া’ নামে একটি ফুলের দোকান ও নার্সারি রয়েছে।

গতকাল সোমবার বিকেলে রাঙামাটির কোতোয়ালী থানায় দায়ের করা অভিযোগে বাদী দাবি করেন, গত ২৫ এপ্রিল তিনি হোটেল কসমসে ওয়েটার হিসেবে ডিউটি করেন। হোটেল মালিক সালাউদ্দিন তাকে জানায়প্রতি মাসে বেতন হিসাবে তাকে ৫ হাজার টাকা দেয়া হবে। কিন্তু ওই নারী এই বেতনে চাকরি করবেন না বলে সালাউদ্দিনকে জানান। পরদিন ২৬ এপ্রিল দুপুরে সালাউদ্দিন ওই নারীকে ফোন করে খারাপ প্রস্তাব দেয়। সালাউদ্দিনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় কল করে বিরক্ত করছিলেন। এর ধারাবাহিকতায় ২৯ জুন বিকালে ভুক্তভোগীকে কল দিয়ে ভয়ভীতি ও হুমকি দেয় সালাউদ্দিন।

এ প্রসঙ্গে রাঙামাটির কোতোয়ালী থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, এক নারী সালাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে মানহানী করা হচ্ছেএমন অভিযোগে সালাউদ্দিনও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আমরা ঘটনার সত্যতা যাচাই করছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

তবে অভিযোগ প্রসঙ্গে জানতে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি মো. সালাউদ্দিন। তাই সালাউদ্দিনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচারজনের রিমান্ড আবেদন,ফজর হাসপাতালে
পরবর্তী নিবন্ধএনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই : অর্থ উপদেষ্টা