নারী কর্মকর্তাকে চেয়ার ছুড়ে মারা কালা শহীদ গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা ছিদ্দীকার ওপর হামলাকারী বিএনপি নেতা পরিচয়ধারী শহীদ ইসলামকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে ফকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করার পর গতকাল বুধবার তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইঁয়া।

এর আগে গত সোমবার দুপুরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে শহীদ প্রকাশ কালা শহীদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা ছিদ্দীকার অফিসে প্রবেশ করে চেয়ার ছুড়ে মেরে হত্যার চেষ্টা করেছিলএই অভিযোগে আক্রান্ত ওই নারী কর্মকর্তা থানায় মামলা করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদুয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে প্রলম্বিত করার পাঁয়তারা করছে
পরবর্তী নিবন্ধএমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না : হাই কোর্ট