চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মীরসরাইয়ে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে ছাত্রলীগের সন্ত্রাসীরা শারীরিক নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এসব নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। তাই নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তিনি গতকাল বৃহস্পতিবার কাজীর দেউরী নুর আহমদ সড়কে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জি. বেলায়েত হোসেন, সারোয়ার আলমগীর, কাজী সালাহউদ্দিন, চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক নসরুল কদির, এ্যাবের সভাপতি ইঞ্জি. সেলিম মো. জানে আলম। প্রেস বিজ্ঞপ্তি।