নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে চুয়েটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪০ অপরাহ্ণ

সম্প্রতি দেশে ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত কয়েকমাস ধরে দেশের বিভিন্ন স্থানে খুন, হত্যা ও চুরি, ডাকাতির পাশাপাশি নারী ও শিশু ধর্ষণের মত অপরাধ বেড়েই চলেছে। এতে ফুঁসে উঠেছেন দেশের সচেতন নাগরিকরা। প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন প্রাঙ্গণ থেকে। এরই প্রেক্ষিতে এমন জঘণ্য অপরাধের প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ চুয়েটে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভরত অত্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী উম্মে মাবরুরা উমামা বলেন, ৪৮ ঘন্টায় ১৭ ধর্ষণ। শোনার অসহায় লাগছে, রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। সরকার যদি এখনো যথাযথ উদ্যোগ না নেয়, দেশের অবস্থা কোথায় পৌছাতে পারে তা অভাবনীয় লাগছে। আজকে এই বিক্ষোভ আর মশাল মিছিলে অংশ নিয়ে আমার একটাই দাবি, ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড অনতিবিলম্বে কার্যকর করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আ.লীগ নেতাকে ধরে পুলিশ দিল বিএনপি নেতারা
পরবর্তী নিবন্ধজাল সনদে দলিল লেখক, জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ