বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মুজিববর্ষের আহ্বান, শিশু শ্রমের অবসান’ এই প্রতিপাদ্য নিয়ে শিশুদের জন্য কাজ করা এই শিরোনামে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা গতকাল সোমবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। মো. ফয়জুল আলম প্রিন্সের সঞ্চালনায় এবং লায়ন শারমিন সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন মো. জাফর উল্লাহ। প্রধান বক্তা ছিলেন, রোটারিয়ান এস এম আজিজ। বিশেষ অতিথি ছিলেন মো. আলী, হামিদা খানম পান্না, উৎপল কুমার দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












