মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নারী ও শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি গতকাল বুধবার নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে জনমত গঠনে নারী ও শিশু অধিকার ফোরামকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, নারী ও শিশু অধিকার ফোরাম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অধিকার আদায়ে রাজপথের সোচ্চার ছিল।
নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ডা. বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় বক্তব্য দেন, ইয়াছিন চৌধুরী লিটন, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, মনোয়ারা বেগম মনি, হাসিনা আক্তার লিজা, অ্যাডভোকেট জালালউদ্দিন পারভেজ, জসিম উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।