নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার আহবান

নারী ঐক্য পরিষদের অনুষ্ঠানে বক্তারা

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫৪ পূর্বাহ্ণ

দুস্থ ছাত্র-ছাত্রী ও নারীদের আত্মকর্মসংস্থানের জন্য তাদের নগদ অর্থ এবং সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি নারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেলাই মেশিন প্রদান করা হয়। নারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী এবং প্রচার সম্পাদক জাহেদা আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সংগঠনের সভাপতি লুৎফুন নেসা খান এমপি বলেন, নারী নির্যাতন বন্ধ করতে হবে এবং এই সাথে মাদকের আগ্রাসনও বন্ধ করতে হবে। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ না হবে, নারীর যথাযথ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা না হবে, ততদিন সাধারণ জনগণকে সাথে নিয়ে নারী ঐক্য পরিষদ সামাজিক আন্দোলন চালিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের অর্থ কমিটির সভা
পরবর্তী নিবন্ধএকটু সচেতন হলেই প্রাথমিক পর্যায়ে জরায়ু ক্যান্সার শনাক্ত করা যায়