চিটাগাং উইম্যান চেম্বারের সভাপতি আবিদা সুলতানা বলেছেন, নারী ও জনবান্ধব বাজেটই টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের নিয়ে আসন্ন ২০২৫–২০২৬ অর্থবছরে ‘কেমন বাজেট চাই’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। উইম্যান চেম্বার কার্যালয়ে সভায় তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়ন কর্মকাণ্ডকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব এবারের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের ভ্যাট মওকুফ ও শিশু খাদ্যের উপর ভ্যাট কমানোর প্রস্তাব করেন।
তিনি নারী উদ্যোক্তাদের জন্য ৩ থেকে ৫ বছর মেয়াদী ট্যাক্স হলিডে চালুর প্রস্তাব দেন এবং টার্নওভার ট্যাক্স ও ভ্যাট আদায়ের ক্ষেত্রে বিভিন্ন স্ল্যাপে ভাগ করার প্রস্তাব করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ এসএমই খাতে পূর্বের ন্যায় ৩ কোটি টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্স ও ভ্যাট মওকুফের প্রস্তাব দেন। সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী ও শামীম মোর্শেদ, পরিচালক সাভিনা ইকরাম সিরাজী, নূর আক্তার জাহান, নাসরিন সুলতানা চৌধুরী, নূজহাত নূয়েরী কৃষ্টি, সৈয়দা কামরুন নাহার, সারিস্ত বিনতে নুর ও চৌধুরী জুবাইরা সাকী জিপসী, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান ও প্রাক্তন পরিচালক শারমিন হোসাইন, নাসরিন সরোয়ার মেঘলা, জাহেদা আক্তার মিতা, ফেরদৌস ইয়াছমিন খানম, শামিলা রিমা প্রমুখ। নারী উদ্যোক্তারা ট্যুরিজম, এগ্রো, বিউটি পার্লার, বুটিকস, এঙপোর্ট–ইমপোর্ট, ফুড, শিপিং, রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে ভাগ হয়ে তাদের প্রত্যাশা ও প্রস্তাবনা তুলে ধরেন এবং সরকারের কাছে একটি অংশগ্রহণমূলক, ন্যায়সঙ্গত ও টেকসই বাজেট প্রণয়নের আহ্বান জানান। সভায় ৩২ উইম্যান চেম্বারের পক্ষ থেকে ৩২ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তি।