নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:২২ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সংকটকালীন সময়ে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা উম্মে খায়রা রুমী। বিশেষ অতিথি ছিলেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার। ব্র্যাক ও ব্রেডের সহযোগিতায় ও সবুজের যাত্রা সংস্থার আয়োজনে এতে আরো উপস্থিত ছিলেন সবুজের যাত্রার সভাপতি মনোয়ারা বেগম, পরিচালক কে এম আলমগীর হোসেন, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. আব্দুল মন্নান। সভায় সভাপতিত্ব সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়রা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন থাকার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। তিনি বলেন, আমরা নিজেরা সচেতন হলেই করোনা মহামারী মোকাবেলা করা অসম্ভব নয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনসিসি ব্যাংকের ৭৫ হাজার কম্বল
পরবর্তী নিবন্ধচবি শিক্ষক অধ্যাপক খান তৌহিদ ওসমানের ইন্তেকাল