নারী ওয়ানডে বিশ্বকাপ শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

তীরে এসে তরী ডুবালো মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা আর রইল না। নিশ্চিত জেতা ম্যাচে হেরে গেল শেষ সময়ের চাপ সহ্য করতে না পেরে। গতকাল নাভি মুম্বাইতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশকে ৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৮.৪ ওভারে ২০২ রান সংগ্রহ করে সব উইকেট হারিয়ে। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ১৯৫ রান করেই থেমে যায়। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। চামারি আতাপাত্তুর প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন রাবেয়া। পরের বলে এক রান নিতে গিয়ে রান আউট হয়ে যান নাহিদা আক্তার। তৃতীয় বলে উঁচু করে মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফিরেন জ্যোতি। চতুর্থ বলে মারুফাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন আতাপাত্তু। ফলে শেষ দুই বলে সমীকরণ দাঁড়ায় ৯ রান। বাংলাদেশ করতে পারে কেবলমাত্র এক রান। ৭ রানের এই হারে সেমির স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন রুবাইয়া হায়দার ঝিলিক। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। আরেক ওপেনার ফারজানা হক দেখেশোনে খেলেও সুবিধা করতে পারেননি। উল্টো বেশ কিছু ডট বল খেলেছেন। ৩৫ বলে ৭ রান করে আউট হয়েছেন তিনি। চারে নেমে দ্রুতই ফিরেছেন সুবহানা মুস্তারিও। ১৩ বলে করেন ৮ রান। তাতে ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। ৬৪ রান করে সুপ্তা চোটে পড়ে মাঠ ছাড়েন। এরপর স্বর্ণাকে সঙ্গে নিয়ে ভালোই লড়াই করছিলেন জ্যোতি। তবে ১৯ রান করে স্বর্ণা ফিরলে ধস নামে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। রিতুরাবেয়াদের কেউই সুবিধা করতে পারেননি। অধিনায়ক জ্যোতি শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৭৭ রান। শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ৪২ রানে তুলে নেন ৪টি উইকেট। ২টি উইকেট পান সুগান্দিকা কুমারি।

এর আগে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা নারী দল। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন মারুফা। কিন্তু সেই শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মারুফার ইনসুইঙ্গারে পরাস্ত হন লঙ্কান ওপেনার ভিশ্মি গুনারত্নে। ইনিংসের প্রথম বলেই উইকেট পান মারুফা। দ্বিতীয় উইকেট জুটিতে সেই ধাক্কা কাটিয়ে উঠে শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি পৌঁছে যান ওয়ানডে ক্যারিয়ারের ৪ হাজার রানের মাইলফলকে। চামারি ও হাসিনি মিলে ৭২ রানের জুটি গড়েন। প্রথমবার বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন রাবেয়া খান। তার বলে লেগ বিফোর হয়ে ফেরার আগে চামারি ৪৩ বলে করেন ৪৬ রান।

চামারি বিদায় নিলে শ্রীলঙ্কা কিছুটা চাপে পড়ে। তাইতো ১০০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু হাসিনি একাই টেনে নেন শ্রীলঙ্কাকে। ৬৩ রানের সময় হাসিনির ক্যাচ ফেলে দেন রুবাইয়া হায়দার। জীবন পাওয়া হাসিনি পরে নিলাকশি ডি সিলভার সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে দলকে ১৮০ এর কাছাকাছি নিয়ে যান। নিলাকশিকে ফিরিয়ে জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। এরপর টানা ৩ ওভারে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। হাসিনি শেষ পর্যন্ত স্বর্ণার বলে লেগ বিফোর হয়ে ফেরেন। তার ব্যাট থেকে আসে ৯৯ বলে ৮৫ রান। ১৩টি চার এবং একটি ছক্কা মেরেছেন তিনি। ১৮২ রানে হাসিনির উইকেট হারানো শ্রীলঙ্কা থামে ২০২ রানে। শেষদিকে রানই নিতে পারেনি তারা। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের আটকে রাখেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের পক্ষে ২৭ রানে ৩টি উইকেট নিয়েছেন স্বর্ণা আকতার। ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন রাবেয়া খান। বাংলাদেশের পরবর্তী ও শেষ খেলা আগামী ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধবারৈয়ারহাট পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধজবি ছাত্র জুবায়েদ হত্যা মূল সন্দেহভাজনকে পুলিশে দিলেন মা