পাকিস্তানকে হারিয়ে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। আজ আরো কঠিন প্রতিপক্ষের সামনে টাইগ্রেসরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ প্রতিপক্ষ ইংল্যান্ড। ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। পাকিস্তান ও শ্রীলংকাকে হারানোর লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখে বাংলাদেশ। গত বৃহস্পতিবার শ্রীলংকার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ২০২২ সালে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে হারিয়ে আসরের একমাত্র জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। যা টুর্নামেন্টের বাকি অংশে ভাল করতে দলকে উজ্জীবিত করে। দলের পারফরমেন্স নিয়ে জ্যোতি বলেন পাকিস্তানের বিপক্ষে মারুফা ভাল বোলিং করেছে। নিজের ভূমিকা সর্ম্পকে সে খুব ভাল বুঝে এবং খুব আত্মবিশ্বাসী থাকে। অভিষেক ম্যাচে দারুণ ব্যাটিং করেছে ঝিলিক। প্রথম ইনিংসের পর আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলার পরিকল্পনা করেছিলাম। বাংলাদেশের মত দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের টার্গেট ৮৫ বল খরচ করে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড। ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি–টোয়েন্টিতেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবার হেরেছে বাংলাদেশ। তবে এবারে ইতিহাস বদলাতে চায় বাংলাদেশের নারীরা। কারন বাংলাদেশের এই দলটিতে রয়েছে বেশ কয়েকজন তরুন ক্রিকেটার। যারা দারুণ পারফর্ম করছে। বিশেষ করে বোলার মারুফা নজর কেড়েছে সবার। অভিষেকে ঝিলিকের হাফ সেঞ্চুরি, অধিনায়ক জ্যোতির অভিজ্ঞতা সব মিলিয়ে বেশ ব্যালেন্স একটি দল বাংলাদেশ। তাইতো আজ ইংল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নিতে চায় বাংলাদেশ নারী দল।