নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মূল আয়োজক ভারত ও শ্রীলংকা। ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ–আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকাও। গত আসরের মত এবারের বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা। গৌহাটিতে আজ ভারত ও শ্রীলংকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। আট দলকে নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারত মূল আয়োজক হলেও, শ্রীলংকার মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান। বিশ্বকাপের ভেন্যুগুলো হল– ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, বিশাখাপত্তম এবং শ্রীলংকার কলম্বো। ২০২২–২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। এছাড়া বাকী পাঁচ দল হল– অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকেট পায় বাংলাদেশ ও পাকিস্তান। লিগ পর্বসহ এবারের বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ২৬ অক্টোবর লিগ পর্বের খেলা শেষ হবে। ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল এবং ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। ১৯৭৩ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম শুরু হয় নারী ওয়ানডে বিশ্বকাপ। ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ আসর। আগের ১২ আসরের সবগুলোতেই খেলেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। একবার সেরার মুকুট পড়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ছাড়া কোন দলই নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। ভারত দু’বার ও ওয়েস্ট ইন্ডিজ একবার ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ নিতে পারেনি। ২০২২ সালে প্রথমবারের মত বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। প্রথম আসরে সাত ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পায় টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচটি বাংলাদেশ জিতে ৯ রানে। আগামী ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ইংল্যান্ড এবং ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে গৌহাটিতে খেলবে টাইগ্রেসরা। ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো ভারতের বিশাখাপত্তমে খেলবে বাংলাদেশ।এরপর ২০ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে এবং ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে নাভী মুম্বাইয়ে খেলবে টাইগ্রেসরা।







