নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে মমতা

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় সম্প্রতি দুটি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ শাখা সমূহ হলো মীরসরাই থানাধীন আবুর হাট শাখা, কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ গুনবতী শাখা। উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক ইকবাল আল মাহামুদ, পরিচালক প্রিয়তোষ দাশ, উপপরিচালক আহমদ ইউসুফ হারুন প্রমুখ।উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জোনের সহকারী পরিচালক, সিনিয়র এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজারসহ অন্যান্যরা। উল্লেখ্য, শহর ও গ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে উদ্যোক্তা সৃষ্টি, দারিদ্র্যতা বিমোচন, প্রান্তিক পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে নারী উদ্যোক্তা সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসায় সম্প্রসারন, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে প্রশিক্ষন ও ঋণ সুবিধা নিশ্চিতে কাজ করছে মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধনারীরাও এখন এগিয়ে যাচ্ছে