নারী উদ্যোক্তাদের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট দিবে উইম্যান চেম্বার

আইএলও প্রগ্রেস প্রজেক্ট

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আইএলও প্রগ্রেস প্রজেক্ট এর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিস প্রদান করবে। এতদসংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে একটি বিশেষজ্ঞ পুল গঠন করা হয়। সম্প্রতি সিডব্লিউসিসিআই এর সেমিনার হলে চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইএলও প্রগ্রেস প্রজেক্টের চেয়ারম্যান ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিডব্লিউসিসিআই ও আইএলও প্রগ্রেস প্রজেক্ট সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আইএলও প্রগ্রেস প্রজেক্টের ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর অ্যালেক্সিয়াস চিচাম বলেন, চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা সংক্রান্ত সব ধরনের পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করতে পারবেন। সিডব্লিউসিসিআই এই সার্ভিস পরিচালনার মাধ্যমে শুধু চট্টগ্রাম নয় চট্টগ্রাম অঞ্চল তথা চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলার নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে পারবে। এছাড়াও তিনি আইএলও প্রগ্রেস প্রজেক্ট ও বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিসের খুঁটিনাটি বিষয়ে তুলে ধরেন।

সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম সর্দার। স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আইএলও প্রগ্রেস প্রজেক্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, পিছিয়ে পড়া চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। সঠিক সহযোগিতা ও দিক নির্দেশনা পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। সমাপনী বক্তব্যে ডা. মুনাল মাহবুব বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিডব্লিউসিসিআই এতদঅঞ্চলে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আইএলও প্রগ্রেস প্রজেক্টের সহযোগিতায় আমাদের কর্মকাণ্ডকে আরো বেশি শক্তিশালী করতে পারবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর কমিশনার অঞ্চল১ এর সহকারী কমিশনার সাহেদ আহমেদ তোপাদার, কাস্টমস এন্ড ভ্যাট, চট্টগ্রামের সহকারী কমিশনার মৌসুমী সরকার, বিটাক চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক পবিত্র কুমার কবিরাজ, বিএসটিআই’র সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিসিএসআইআর চট্টগ্রাম ল্যাবরেটরির প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. শ্রীবাশ চন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার জয়েন্ট ডিরেক্টর মো. রেজাউল করিম, লার্ণার এঙপ্রেসের ফাউন্ডার চৌধুরী মোঃ আসাদ আল জাবেরী। উপস্থিত ছিলেন জোনাকি চাকমা, কোহিনুর আক্তার, মো. ইমতিয়াজ মাহমুদ, মো. রফিকুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মুরশিদুল হক, সমীর বাড়ৈ, মুহাম্মদ ইয়াসিন, মো. রেজাউল করিম, রুবায়েৎ তানভীর, মো. হাফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলমান আন্দোলন সফলতার দিকে ধাবিত হচ্ছে
পরবর্তী নিবন্ধহচ্ছে বাইপাস সড়ক, এক সপ্তাহের মধ্যে রুমা-থানচির সঙ্গে যোগাযোগ