চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সপ্তাহ ২০২৫ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে সপ্তাহ ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার টুগেদার উই বিল্ড শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে মূল আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করেন উপ–সচিব (অব.) নাসিম ফারহানা শিরীন।
চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তফা নারী উদ্যোক্তাদের জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বলেন, নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সমপ্রসারণ এবং তাদের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সহায়তা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
মূল আলোচক উপ–সচিব (অব.) নাসিম ফারহানা শিরীন বলেন, নারী উদ্যোক্তাদের সম্ভাবনা আজ বিশ্ববাজারে নতুন সুযোগ তৈরি করছে। ব্যবসাবান্ধব নীতি, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারী উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা মনোয়ারা হাকিম আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সীমা খাতুন, শামীম মোর্শেদ, সুলতানা নুর জাহান রোজী এবং পরিচালক চৌধুরী জুবাইরা সাকী। সঞ্চালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব।
উপস্থিত ছিলেন পরিচালক কাজী তুহিনা আক্তার, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আক্তার, পরিচালক আমেনা শাহীন, বেবি হাসান, নুর আক্তার জাহান, নুজহাত নূয়েরী কৃষ্টি, রেহনুমা মরিয়ম তুলি, সুবর্ণা দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












