ভালোবাসি ওই টিপ
চোখের কালো
মোহিনী ঠোঁটের হাসি
লাগে যে ভালো।
ভালোবাসি কুন্তল
বিনোদ বেনী
খোঁপা তে গুঁজিয়ে দেই
জুঁই, কামিনী।
ভালোবাসি রিনিঝিনি
কাচের চুড়ি
ভালোবাসি পায়ে মল
রঙিন ঘুড়ি।
আলতার রঙে রঙে
নিজেকে সাজাই
নারী আমি নীলাম্বরী
অঙ্গে জড়াই।
নই কারো অধস্তন
নই কুলনাশিনী
নারী আমি জেনো
তোমার গর্ভধারিনী।
আমার বিচার তুমি
করো কোন ছলে
আমি ছাড়া কিছু নও
সৃষ্টিতে বলে।
আমি সাজি, আমি গুজি
আমি তো মানুষ
আমায় নিয়ে মাতামাতি
করো না পুরুষ।
এসো গাই সাম্যের
গলা ছেড়ে গান
পৃথিবী সাজাই চলো
মিলে প্রাণে প্রাণ।