নারী আন্দোলনের দাবিনামা ও দাবিগুলোর সুনির্দিষ্টকরণ ও বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী বিভাগীয় কর্মশালা গত ২১ সেপ্টেম্বর নগরীর কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নারীপক্ষ ঢাকা ও দুর্বার নেটওয়ার্ক, চট্টগ্রামের উদ্যোগে কর্মশালায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিষয়গুলো হলো যথাক্রমে সুশাসন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠা, নারী স্বাস্থ্য, নারী শিক্ষা ও প্রশিক্ষণ, বিশেষ নারীদের যথোপযুক্ত মূল্যায়ন ও প্রতিষ্ঠিতকরণ। কর্মশালায় আয়োজকদের পক্ষ থেকে নারীপক্ষ ঢাকার মাহিন সুলতান, জাহানারা এবং দুর্বার নেটওয়াকর্, চট্টগ্রামের দনাই প্রু নেলী উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, সাংবাদিক ডেইজী মউদুদ, অ্যাডভোকেট বদরুন্নাহার কলি প্রমুখ। কর্মশালায় কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার এবং পার্বত্য জেলাসমূহ থেকে বিভিন্ন শ্রেণী পেশার ৪৫ জন অংশগ্রহণকারী বিষয়ভিত্তিক মতামত ব্যক্ত করেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গ, দলিত ও হরিজন সমপ্রদায় এবং যৌনকর্মীরা কর্মশালায় অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।