নারীসমাজের সামনে এখন বিশাল চ্যালেঞ্জ ও সুযোগ

মহিলা আ. লীগের সাথে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫২ পূর্বাহ্ণ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে দেশ আফগানিস্তান, পাকিস্তান হয়ে যেত মন্তব্য করে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, খালেদা জিয়া এবং তার পুত্র বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিল। তাদের সময়ে শ্লোগান ওঠে, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান।

গতকাল বিকেলে কেসিদে রোডস্থ নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশের নারীসমাজের সামনে এখন বিশাল চ্যালেঞ্জ এবং সুযোগ, উল্লেখ করে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ ভাগ কিন্তু নারী। সুতরাং মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদেরও বুঝতে এবং নারীসমাজকেও বোঝাতে হবে যে, বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় তাহলে কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। দেশের অর্ধেক জনগোষ্ঠী যদি ঘরে বসে থাকে, তাহলে দেশ কি চলবে? নারীদের যে সক্ষমতা, পুরুষের চাইতে কোনো অংশে কম নয়। আর এই অবদান নারী সমাজ রাখতে পেরেছে কারণ দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন বঙ্গবন্ধুর কন্যা।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনটির নগর শাখার যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কাউন্সিলর হুরে আরা বিউটি, দফতর সম্পাদক হাসিনা আক্তার টুনু, মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমীন ফারুক, ধর্ম সম্পাদক আয়েশা আক্তার, সদস্য কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি, আয়েশা সিদ্দিকা এবং কাউন্সিলর শাহীন আক্তার রুজি।

পূর্ববর্তী নিবন্ধসমাজকে আলোকিত করাই শিক্ষকদের দায়িত্ব
পরবর্তী নিবন্ধ‘দঙ্গল’ কন্যা সুহানি মারা গেছেন