দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ১৬ বছর পর জনগণের সামনে ভোটাধিকার প্রয়োগের ঐতিহাসিক সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগিয়েই দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। গত বুধবার সন্ধ্যায় নগরীর লালখান বাজারস্থ মনোয়ারা বেগম মনির বাসভবনের সামনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ১৬ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি, নির্বাচন নির্যাতনের মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজ সেই অন্ধকার সময় পেরিয়ে আবারও একটি বড় সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হলে বিশেষ করে মায়েরা ও বোনেরা যদি ঘরে ঘরে গিয়ে ভোটের আহ্বান জানান, তাহলে সাধারণ মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবে। অন্যান্য রাজনৈতিক দল ইতিমধ্যে মাঠে নেমেছে, আমাদেরকেও সংগঠিতভাবে কাজ করতে হবে। তিনি জানান, তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রকৃত দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ সুবিধা পাবে। ভবিষ্যতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পুনর্বাসন ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল হেলথ কার্ড চালু করা হয়েছে, ইতোমধ্যে নগরীর ১০ লক্ষ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে এবং কন্যাশিশুদের ভাইরাস প্রতিরোধক টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা ও স্বাবলম্বী করার যে ভিত্তি গড়ে দিয়ে গেছেন, তারেক রহমান সেই ধারাবাহিকতা আরও শক্তিশালী করবেন। সমাবেশ শেষে উপস্থিত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, লালখান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, মহানগর মহিলাদলের সহ সভাপতি মারিয়া সেলিম, যুগ্ম সম্পাদক নাসরিন বাপ্পী মিনু, সহ সাংগঠনিক সম্পাদক জুলেখা বেগম, খুলশী থানা মহিলাদলের সভাপতি মনি আকতার, সি. সহ সভাপতি জাহানারা মনি, সাধারণ সম্পাদক কমলা বেগম, যুগ্ম সম্পাদক রেশমা বেগম, লালখান বাজার ওয়ার্ড মহিলাদলের সভাপতি রুমানা বেগম রুমা, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












