নারীর সুরক্ষা সচেতনতায় রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

বিশ্ব নারী দিবসে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে একটি তৈরি পোশাক কারখানায় সারভিক্যাল এন্ড ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার ও নারী শ্রমিকদের স্বাস্থ্য জরিপ সম্পন্ন হয়। ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে এতে অতিথি বক্তা ছিলেন গাইনী বিশেষজ্ঞ ডা. কামরুন নেছা বেগম। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান আমজাদ হোসেন, মোহাম্মদ সালাহউদ্দিন, ড. আয়েশা আফরিন, জায়াদিস দাশ, শারমিন জাহান চৌধুরী, শামীমা আক্তার, জয়াসিস দাস, দিদারুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মো. মুছা। ডা. কামরুন নেছা বেগম স্তন ও জরায়ু মুখের ক্যান্সারের উপর বক্তব্য রাখেন। জরিপ কার্যক্রমে সহোযোগিতা করেন ডা. আসমা, ডা. সালমা ও ডা. সায়েরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের চূড়ান্ত দিক-নির্দেশনা
পরবর্তী নিবন্ধদলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেছি