নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বাগ্রে মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল ও প্রশাসন, সামাজিক ন্যায্যতা ও সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। গতকাল শনিবার নগরীর হোটেল সৈকতের সাম্পান হলে চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ) ও ক্যাব চট্টগ্রামের উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বো নতুন সমতার বিশ্ব’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সিএসডিএফ’র সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিএসডিএফ’র চেয়ারপারসন ও ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। বক্তব্য রাখেন ডেইজি মওদুদ, পুষ্ঠিবিদ হাসিনা আক্তার লিপি, ডা. জাকিয়া আকতার। আলোচক ছিলেন রেহেনা চৌধুরী, কাউন্সিলর আফরোজা কালাম, জেসমিন পারভীন জেসি, বেবী দোভাষ, শাহীন আকতার রোজী, বানেজা বেগম ও সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন আনসার-১৫ ব্যাটেলিয়ানের পরিচালক এস এম আজিম উদ্দীন। আলোচনায় অংশ নেন আবদুল মান্নান, সেলিম জাহাঙ্গীর, সুচিত্রা গুহ টুম্পা, আফরোজা সুলতানা পুর্নিমা, লায়লা ইব্রাহিম বানু, প্রকৌশলী হাফিজুর রহমান, শাহীন শিরিন, নজরুল ইসলাম, জিনাত আরা প্রমুখ।
সবুজের যাত্রা : সামাজিক উন্নয়নমূলক সংস্থা সবুজের যাত্রার বাস্তবায়নে ও এএলআরডি এর আর্থিক সহযোগিতায় আনোয়ারা উপজেলার গুয়াপঞ্জক উচ্চ বিদ্যালয়ে বিশ্ব নারী দিবস উদ্যাপন করা হয়। নারী দিবসে সভাপতিত্ব করেন সবুজের যাত্রার নির্বাহী পরিচালক ছায়েরা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলেয়মান, গোয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন, ইউপি সদস্য বতলু আক্তার, পল্লী চিকিৎক জানে আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।