নারীর বেশে ক্যাম্পে ঢুকতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

মাথায় কালো হিজাব, হাতেপায়ে মোজা, গায়ে বোরকাদেখে কোনোভাবেই বুঝার উপায় নেই তিনি একজন পুরুষ। এমন নারীর বেশ ধরে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছিলো এক যুবক। তবে শেষ রক্ষা হয়নি। চেকপোস্টে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে। গত বুধবার রাতে টেকনাফের হ্নীলার শালবাগান পুলিশ চেকপোস্টে ঘটে এ ঘটনা। নারীর ছদ্মবেশ ধরে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে চেয়েছিলেন তিনি। তার নাম রশিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের হ্নীলার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমেদের ছেলে।

পুলিশ জানায়, আচরণে সন্দেহজনক মনে হওয়ায় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে বোরকা খোলা হয়। তখন দেখা যায়, তিনি একজন পুরুষ। এরপর তাকে আটক করা হয়। ওই রোহিঙ্গা যুবক ক্যাম্প থেকে বের হয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন বলে সন্দেহ পুলিশের। এ কারণে ক্যাম্প থেকে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে নারীর ছদ্মবেশ ধারণ করে বের হয়ে আবার প্রবেশ করছিল।

এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বোরকা পরা ওই যুবক পায়ে হেঁটেই চেকপোস্ট পার হচ্ছিল। তার হাঁটাচলা দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কথার ঠিকঠাক মতো উত্তর দিতে পারেনি। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়াটারপ্রুফিং পণ্য উৎপাদন ও বাজারজাত
পরবর্তী নিবন্ধগ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে