নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

সমাজসেবা কমর্কতাদের সাথে জেএসইউএসের সভা

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

সমাজের জেণ্ডার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে মানুষকে সচেতন হতে হবে। নারীর অধিকার মানে পুরুষের বিরুদ্ধতা নয়, বরং এটি একটি ভারসাম্যপূর্ণ ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথ নির্দেশিকা। তাই, স্কুল কলেজ পরিবার কর্মক্ষেত্রে জেণ্ডার ন্যায্যতার সাথে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে বিশেষভাবে উদ্বুদ্ধ করতে হবে। কারণ তরুণরাই ভবিষ্‌্যতের সমাজ নির্মাতা। জেএসইউএসের নারী মুক্তি সঙ্গী দল গঠন, পরিবর্তন কর্ণার তৈরির পদক্ষেপটি সত্যিই প্রশংসার দাবি রাখে। নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে অপরাজেয় বাংলাদেশের সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) বাস্তবায়নরত পারায়ণ প্রকল্পের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে জেএসইউএসের নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে আয়োজিত মহিলা বিষয়ক ও সমাজসেবা কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সক্রিয়করণ সভায় উপপরিচালক আতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শান্তা মল্লিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে সংস্থার পরিচিতি,লক্ষ্য, উদ্দেশ্য ও প্রকল্প সম্পর্কিত সারগর্ভ ধারণায় নারীর প্রতি সহিংসতা রোধ, আইনগত সহায়তাত প্রদান, নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন সর্বোপরি লিঙ্গ বৈষম্য দূরীকরণের ওপর জোর দিয়ে প্রাসঙ্গিক তথ্য উপাত্ত তুলে ধরেন এরিয়া ম্যানেজার নার্গিস চৌধুরী। প্রধান অতিথি বলেন,নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে পুরুষরাই প্রধান ভূমিকা পালন করে। এখনো পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতনের হারই বেশি। তাই পুরুষদেরও সতেনতার বিষয়টিকে অনেক বেশি জোর দিতে হবে। যে কোন বৈঠকে নারীর পাশাপাশি পুরুষদের অংশগ্রহণ বাড়ানোটা জরুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা১ জমুহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন হোস্টেল সুপার নাজমুন নাহার, নার্গিস চৌধুরী, শান্তা মল্লিক, সোশ্যাল ওয়ার্কার সেহেলী সুলতানা, ফিল্ড অফিসার রুম্পা দাশগুপ্ত, ফিল্ড অফিসার শাহীনুর আক্তার, নারী মুক্তি সঙ্গী দলের সভাপতি সুলতানা বেগম, সহসভাপতি আরজু বেগম, কার্যনির্বাহী সদস্য চুমকি দত্ত, মর্জিনা আক্তার, রুনা বেগম , সীমা রক্ষিত। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআবদুল মাবুদ
পরবর্তী নিবন্ধফোন দেখে নামছিলেন, সিঁড়ি থেকে পড়ে মৃত্যু