বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন গতকাল বৃহস্পতিবার খুলশী ঝাউতলা এলাকায় অনুষ্ঠিত হয়। মমতা পরিচালিত ‘গৃহভিত্তিক পোশাকশিল্পের নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ’ প্রকল্পের ‘এম্পাওয়ারিং উইম্যান থ্রু সিভিল সোসাইটি এক্টর্স ইন বাংলাদেশ (ইডাব্লিউসিএসএ)’ এর আওতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পইনের আয়োজন করে প্রকল্পের আওতাধীন গঠিত সেন্ট্রাল প্লাটফর্মের নারী সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের নারীরা। উক্ত ক্যাম্পেইন প্রচারণায় অংশগ্রহণকারীরা নারীর সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহ সমাজের সার্বিক স্তরের সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও নারীর প্রতি সহিংসতাকে সমাজের জন্য একটি নিরব মহামারী হিসেবে অভিহিত করেন যা প্রতিরোধ করা না গেলে এর নেতিবাচক প্রভাব আমাদের সমাজের সার্বিক স্তরে প্রতিফলিত হবে বলে ক্যাম্পেইন প্রচারণায় অংশগ্রহনকারীরা অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম এর আর্থিক ও কারিগরী সহায়তায় মমতা মহানগরীর ১৬টি ওয়ার্ডে ‘গৃহভিত্তিক পোশাকশিল্পের নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রেস বিজ্ঞপ্তি।