নারীর নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট

যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর নামে ভুয়া আইডি খুলে সেখান থেকে আপত্তিকর পোস্টে দেওয়ার অভিযোগে বায়েজিদ মুরাদনগর এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ তানভীরুল ইসলাম ওরফে তানিম (২০)। সে আমিন জুট মিলস এলাকার আবুল কালামের ছেলে।

গত রবিবার নগরীর বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে গ্রেপ্তার করে। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত তানভীরুল ইসলাম ওরফে তানিম ভুক্তভোগী নারীর নিকটাত্মীয়। তাদের মধ্যে আগে থেকে পারিবারিক কিছু বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এর জের ধরে তানভীরুল ইসলাম ভুক্তভোগী নারীর নামঠিকানা ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে। আপত্তিকর পোস্ট দিতে থাকে। ভুক্তভোগী ঐ নারী বিষয়টি নিয়ে প্রথমে বায়েজিদ বোস্তামী থানায় জিডি করেন। এরপর বিষয়টি নিয়ে তিনি কাউন্টার টেরোরিজম ইউনিটে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রবিবার মুরাদনগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়। যেখানে ভুক্তভোগীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআমরাই বারবার বিশ্বকে জানান দিতে পারবো, আমরা বাঙালি-বীরের জাতি
পরবর্তী নিবন্ধসৈয়দা সানজিদা ইসলাম