নারীর জন্য চাই সর্বত্র সমান সুযোগ

বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন

আজাদী ডেস্ক | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগর ও বিভিন্ন উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, নারীদের বাদ দিয়ে একটি দেশের সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। সুতরাং নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে সর্বত্র।
ইমপেরিয়াল হাসপাতাল : আন্তর্জাতিক নারী দিবসে ৪শ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল লি. (আইএইচএল) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। এ সময় তিনি বলেন, নারীরা আগে নিজেদের অধিকারের কথা বলতে পারত না, কিন্তু বর্তমানে নারীরা নিজেদের কথা বলতে পারছেন। নারীরা জেগে উঠলে সমাজে পরিবর্তন আসবে। নারীরা যত শিক্ষিত হবে সমাজ তত দ্রুত এগোবে।
ইনার হুইলের সেক্রেটারি জেরিন নিজাম শেখের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট এসিস্টেন্ট ম্যানেজার সামিহা চৌধুরী। বক্তব্য রাখেন ইনার হুইলের ফাউন্ডার দিলরুবা আহমেদ, সিনিয়র সদস্য শারমিন হোসেন, ফাস্ট প্রেসিডেন্ট রিনা নিজাম, ফারহানা কাইয়ুম প্রমুখ। সভা শেষে ইমপেরিয়াল হাসপাতালে কর্মরত ১০ জন নারী সদস্যকে বিশেষ সম্মাননা জানানো হয়।
জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা : চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক উপ-পরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন। চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়ার সভাপতিত্বে ও স্টোর কিপার জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চট্টগ্রাম জেলা কর্মকর্তা শাহানা আকতার, সদস্য শিল্পী কল্পনা লালা ও মহিলা সহায়তা কর্মসূচি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিলরুবা বেগম। বক্তব্য রাখেন নারী নেত্রী দীপিকা বড়ুয়া, টিআইবি প্রতিনিধি মোহাম্মদ ফোরকান, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ আলী সিকদার, প্রতিবন্ধী আইন সহায়তা কেন্দ্র সিডিডির প্রতিনিধি নারগীস আকতার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আবদুর কাহান ও ইপসা প্রতিনিধি ফারহানা ইদ্রিছ।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে হাসপাতালের নার্সিং অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অবস অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিরাজুন নূর রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. কামরুন নেছা রুনা, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, অধ্যাপক ডা. দিদারুল আলম, মোহাম্মদ মোশাররফ হোসেন, ডা. এ কে এম আশরাফুল করিম, মোসা. সাবিনা ইয়াসমিন, ডা. শাহনাজ শারমিন, ডা. আদিবা মালিক প্রমুখ।
সিআইইউ : গান, নৃত্য আর কথামালার মধ্য দিয়ে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। বৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের আমেরিকান কর্নারে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস কালচারাল ক্লাব এবং আমেরিকান কর্নার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। শ্রেয়া চৌধুরীর উপস্থাপনায় দুপর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতে নারী দিবসের ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অংশ নেন সহযোগী অধ্যাপক ড. রোবাকা শামসের, সহকারী অধ্যাপক সার্মেন রড্রিঙ, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, প্রভাষক রাশেদা ফেরদৌস, রুমা দাশ প্রমুখ।
ঘাসফুল : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঘাসফুলের উদ্যোগে তিনটি স্থানে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সকাল ১১টায় চান্দগাঁওস্থ সংস্থার প্রধান কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন ঘাসফুল-চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী, নির্বাহী পরিষদের যুগ্ম সা. সম্পাদক কবিতা বড়ুয়া, সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম, সাধারণ পরিষদ সদস্য জাহানারা বেগম, শাহানা মুহিত, নাজনীন রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক ফরিদুর রহমান, উপপরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, সহকারী পরিচালক খালেদা আক্তার, সাদিয়া রহমান, ব্যবস্থাপক সৈয়দ মামুনূর রশীদ, শিপ্রা বড়ুয়া, মোস্তফা জামাল উদ্দিন প্রমুখ। সকাল ১০টায় নগরীর পশ্চিম মাদাবাড়ীস্থ ঘাসফুল পরাণ রহমান স্কুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ মাহমুদা আক্তার, শিক্ষিকা জান্নাতুল মাওয়া, তানজিনা হক, নাজমা আকতার প্রমুখ। অন্যদিকে সকাল ১০টায় ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে সমৃদ্ধি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘাসফুলের ব্যবস্থাপক ও এসডিপি ফোকাল মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মো. আবদুল মালেক, সমাজসেবক সৈয়দ মো. হাসানশাহ, ইউপি সদস্য সাজুরা বেগম, বিলকিস বেগম।
বিলস : বিলস্‌-এর উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার নগরীর প্রেসক্লাব চত্বরে ছিল গণজমায়েত ও নারীর উপর সকল সহিংসতা-নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন, র‌্যালি এবং জেএমসেন হলে নারী ট্রেড ইউনিয়ন কর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও লেখক অধ্যক্ষ আনোয়ারা আলম। বিশেষ অতিথি ছিলেন বিলস-এলআরএসসি চট্টগ্রামের পরিচালনা কমিটির চেয়ারম্যান শ্রমিক নেতা এ এম নাজিমউদ্দিন, সদস্য-সচিব মু. শফর আলী ও সদস্য তপন দত্ত। মহিলা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি নাসরিন আক্তারের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নগর মহিলা কমিটির সভাপতি শাহেনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাহাড়ী ভট্টাচার্য, রিজওয়ানুর রহমান খান, ফজলুল কবির মিন্টু, নাজমা আক্তার প্রমুখ।
নারী মুক্তি কেন্দ্র : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, চট্টগ্রাম জেলার সভাপতি আসমা আক্তার। লাবণী আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তাহমিনা নূর আক্তার, উপাধ্যক্ষ সালমা রহমান, শিক্ষক একরামুল হক, ফেরদৌস আরা বেগম ও খালেদা আক্তার।
সিপিবি : কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি), চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল সন্ধ্যা ৬টায় হাজারী লেইন পার্টি অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। সিতারা শামিমের সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলার সদস্য শীলা দাশ গুপ্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, নুরুচ্ছাফা ভূঁইয়া, অধ্যাপক শেলী দে, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, কাকলী বিশ্বাস, খোদেজা বেগম, উম্মে রায়হান সিজার প্রমুখ।
মহিলা ফোরাম : ১১২তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার ইনচার্জ জুবাইর বীণা। বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন, মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা সদস্য সুপ্রীতি বড়ুয়া, আছিয়া আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইসরাত হক জেরিন, উম্মে হাবিবা শ্রবণী, অজুফা আক্তার, রেশমি বেগম।

পূর্ববর্তী নিবন্ধদেশ আজ উন্নয়নশীল বিশ্বের কাতারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বুধবার করোনা আক্রান্ত ৬ জন