ফেসবুক পেজ এলিগ্যান্ট ফ্যাশন গ্যালারির প্রথম গেট টু গেদার অনুষ্ঠান গত ২৯ জুলাই নগরীর টেরাকোটা পার্টি হলে আয়োজক সামিরা চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন-নওশীন আকতার, সালেহা আবেদীন, ব্লাশড আপ বাই ইমা, ইসরাত জাহান ইভা প্রমুখ। প্রধান অতিথি বলেন, সমাজের মোট জনসংখ্যার অর্ধেকাংশ নারী।
নারীর ক্ষমতায়ন ছাড়া সমাজের অগ্রগতি অসম্ভব-এই সত্যটি স্বীকার করলেও নারী-পুরুষ আনুপাতিক বৈষম্য বিদ্যমান। এরই বাস্তবতার নিরীখে নারীরা অনেক প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যেতে প্রত্যয়ী, তার প্রমাণ বর্তমান সময়ে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়াগুলোতে দেখা যায়। আয়োজক সামিরা চৌধুরী বলেন, আজ অনেকটা অসংঘটিতভাবে ছড়িয়ে ছিটিয়ে ক্ষুদ্র নারী উদ্যেক্তাগণ জীবন-জীবিকার তাগিদে নানান সামাজিক ভ্রুকুটি উপক্ষো করে নিজেদের বিকশিত করতে উদ্যোগী হয়েছেন।
কার্যক্রমের মধ্যে ছিল মেহেদি কর্ণার, লাইন মিউজিজ ও মতবিনিময় অনুষ্ঠান। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কেক কাটেন। আয়োজনে আরো অংশ নেয়, রিচি’স মেহেদি আর্ট, মেহেদি আর্ট বাই মুনতাহা, মেহেদি বাই তাজ, আবদুল্লাহ’স মম কেক হাউজ, মাওয়া বেকিং রুম, ম্যাজিক ওভেন, হার্ভেস্ট এন্ড হানি, শরমিনস কেক সো, রকমারি আটইটেমস বাই ঊর্মি, চো-কো-মিমি, সাদিয়াস মেহেদি, ব্লাশ রাশ বাই তানজিনা তামান্না, স্যামস আর্ট ট্রীট, ড্রেসী ডালা, সাগুফতা সাবা, পার্পল ফ্যাশন জোন, লে বেলে রোব, গিফটি বাই উর্মি, নামিরাস ডায়মন্ড অ্যান্ড গোল্ড ইউনির্ভাস প্রতিষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।