‘নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে দেশ’

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

 

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেছেন, নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি ইতিমধ্যে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কর্মক্ষেত্রে নারীরা দক্ষতা প্রমাণ করছেন, কৃতিত্ব দেখাচ্ছেন। নারীরা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, পর্বত জয় করছেন, অগ্রণী ভূমিকা রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নেও। এভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় একদিন গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। গতকাল মঙ্গলবার পৌরসভার নব নির্বচিত মহিলা কাউন্সিলররা তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রেবেকা সুলতান মনি, কাউন্সিলর জোবাইদা বেগম,কাউন্সিলর এডভোকেট শাহনাজ পারভিন নীলু , রুনা দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় এলাকা
পরবর্তী নিবন্ধচকবাজারে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ