নারীর ক্ষমতায়নে এ সরকারের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়

ঊষা নারী উন্নয়ন সংস্থার কর্মশালায় বক্তারা

| সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:৫৮ পূর্বাহ্ণ

ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সমাজ ও রাষ্ট্রের সমৃদ্ধিতে নারীর ভূমিকা শীর্ষক এক কর্মশালায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার প্রশংসনীয় পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। ঘর ও কর্মক্ষেত্রে নারীরা তার দক্ষতা দেখাচ্ছে। ঊষা নারী উদ্যোক্তা সৃষ্টির জন্যে কম্পিউটার, সেলাই, বিউনিশিয়ানদের জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। গতকাল ২নং জালালাবাদ ওয়ার্ডের দৌলত শাহী কনভেনশন সেন্টারে এই কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলা। কান্তা ইসলাম মিনুর পরিচালনায় এ অনুষ্ঠানে অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলার আনজুমান আরা। আলোচনায় অংশ নেন সাংগঠনিক সম্পাদিকা আফরোজা সুলতানা পুর্ণিমা, রেখা চৌধুরী, রোখসানা আক্তার, মিতু আক্তার, সানু বেগম, ফাতেমা বেগম, রুচি বেগম প্রমুখ। কর্মশালায় চট্টগ্রাম শহরের ১২০ জন ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তা যোগ দেন। শেষে ঈদ উপলক্ষে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে শাড়ি উপহার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি রিয়াদ শাখার সভা ও কমিটি গঠন
পরবর্তী নিবন্ধচারুকলা ইনস্টিটিউটে সংস্কার কাজ পরিদর্শনে উপাচার্য