নারীর প্রধান সৌন্দর্য তার স্বাবলম্বিতা। শুধুমাত্র অর্থনৈতিক স্বাবলম্বিতাই নয়, মানসিকও। একজন নারী যখন অর্থনৈতিক কারণে অন্যের উপর নির্ভর করে না, নিজের প্রয়োজনে বা শখের কারণে হাত পেতে অন্য একজনের কাছ থেকে টাকা চাইতে হয় না, সে তখন অর্থনৈতিকভাবে যেমন, ঠিক তেমনই মানসিকভাবেও স্বাবলম্বী। যে নারী স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নিজের ভালো বা মন্দ লাগাগুলোকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, এমনকি তার ভালো থাকা বা খারাপ থাকা যখন অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়, তখন সে মানসিকভাবে স্বাবলম্বী। এখানে আমি কোনো স্বেচ্ছাচারিতাকে বোঝাচ্ছি না। বেশিরভাগ ক্ষেত্রে যা হয়, নারীদের ভালো থাকা বা না থাকা তার চারদিকের মানুষদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সে যেন নিজেই তার ভালো থাকার চাবিটি অন্য কারো হাতে দিয়ে রাখে। তাই অন্যদের ইচ্ছাতেই পরিচালিত হয় তার জীবন। যখন এই চাবিটি সে নিজের কাছে এনে রাখবে তখন পৃথিবীর কেউ তাকে ভালো বা খারাপ রাখবে না, সে নিজেই সিদ্ধান্ত নেবে কতটুকু ভালো বা খারাপ থাকবে। তাই সে তখন মানসিকভাবে স্বাবলম্বী। নারীর সৌন্দর্যই এই
দৃপ্ততা, দৃঢ়তা আর আত্মবিশ্বাস!