নারীর অধিকার রক্ষায় শেখ হাসিনা সরকার আন্তরিক

বাজালিয়ায় মহিলা সমাবেশে মফিজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, রাজনীতির ক্ষমতায়নে নারীর সরাসরি অংশগ্রহনের সুযোগ আসায় নারীরা এখন সকল ক্ষেত্রে কৃতিত্ব দেখাতে পারছে। নারীর অধিকার রক্ষায় শেখ হাসিনা সরকার আন্তরিক। নারী শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের ব্যাপক সুযোগ দান, নারীর ক্ষমতায়ন, গর্ভকালীন ছুটি বৃদ্ধি, গর্ভকালীন ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি প্রদান, নারী নির্যাতন রোধকল্পে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সফলতার পরিচয় দিয়েছে। এ কারণে নৌকার ভোটও আগের তুলনায় বাড়বে। গত বৃহস্পতিবার দুপুরে বাজালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহিলা মেম্বার আজিবা ইয়াছমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ প্রাচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন শহারিয়ার, বাজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বাজালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনসুর আলম, বাজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শাহ্‌ বজলুর রহমান মাদ্রাসা ও বঙ্গবন্ধু পাঠাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন
পরবর্তী নিবন্ধওয়াজেদিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছাওয়াব ও পবিত্র মিলাদ মাহফিল