নারীর অধিকার ও সম্মান

মর্জিনা হক চৌধুরী পপি | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

সমাজে সম অধিকার প্রতিষ্ঠায় যুগের পর যুগ ধরে নারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাজের প্রতিটি স্তরে নারীদের অবদান অনস্বীকার্য। সত্যি কথা বলতে কি বছরের প্রতিটি দিনই নারীর জন্য। সৃষ্টির শুরু থেকেই নারী তার শ্রম, মেধা সৃজনশীলতা, দায়িত্ববোধ, মমতা দিয়ে পৃথিবীকে করে তুলেছে বাসযোগ্য। নারীর

 

এই অবদানকে সম্মান জানিয়ে প্রতি বছর ৮ মার্চ পালিত হয় নারী দিবস।একজন নারী সংসার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সবই সামলাচ্ছে নারী। দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সফল খাতে তাদের স্বাক্ষরতার দৃষ্টান্তে চোখ আটকে যায়। হতাশার কথা ৫২ বছরেও এদেশের নারীরা নিরাপদ নয়। নারী

নির্যাতন, ধর্ষণ খুন, যৌতুক ও বাল্যবিবাহের মত নিকৃষ্ট ঘটনা হরহামেশাই ঘটছে। যা আমাদের জন্য লজ্জাজনক। আর তা থেকে বের হয়ে আসার জন্য আমাদের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করতে হবে। এছাড়া পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এবং মন মানসিকতা পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া প্রতিটা

নারীই চায় তার নিজস্ব পরিচয়ে পরিচিত হতে। নিজের মত করে বাঁচা, স্বাধীন জীবন যাপন করা প্রতিটা নারীরই অধিকার। তবে আধুনিক যুগে এসেও সমাজে নানাভাবে নারীরা বঞ্চিত হচ্ছে। নানারকম সহিংসতার শিকার হচ্ছে। তবে প্রত্যাশা করি খুব দ্রুত যেনো নারীর ক্ষমতায়নে সুস্থ, সুন্দর বিশ্ব গড়ে উঠবে। সমাজে প্রতিটা স্তরে নারীর বীরত্ব গাথা লেখা থাকবে। নারী পুরুষ সমতায় রঙিন হবে স্বপ্নের পৃথিবী।

পূর্ববর্তী নিবন্ধচবিতে সমাবর্তন চাই
পরবর্তী নিবন্ধচলন্ত বাস থেকে নামতে গিয়ে ঝরছে তাজা প্রাণ