নারীর অংশীদারিত্ব প্রতিষ্ঠায় নৌকাই একমাত্র ভরসা

নারী সমাবেশ ও গণসংযোগে দিলরুবা জাহান শেলী

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি দিলরুবা জাহান শেলী বলেছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং স্বাধীন বাংলাদেশেও আর্তসামাজিক, রাজনৈতিক আন্দোলন সংগ্রামে মহিলাদের অবদান যথেষ্ট প্রণিধানযোগ্য। বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া এই সংগঠনটি এদেশের নারী জাগরণের অন্যতম পথিকৃৎ। মহিলা আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নসহ দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঠিক অংশীদারিত্বের উপর নির্ভর করে বাংলাদেশের যথার্থ সমৃদ্ধি ও অগ্রগতি।

তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত ১৪নং লালখান বাজার ওয়ার্ডে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ঝুমুর, নির্বাহী সদস্য বেবী বড়ুয়া, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, ধর্ম সম্পাদক আয়েশা আলম, শিল্প বাণিজ্য সম্পাদক হুরে আরা বিউটি, সদস্য তসলিমা নুরজাহান রুবি, কামরুন্নাহার বেবী, ঝর্না বড়ুয়া, ৩৮নং ওয়ার্ডের ফারজানা শিরিন মুন্নী, ১৪নং লালখান বাজার ওয়ার্ডের এড. সীমা, রুমানা বেগম, মুক্তা, লাভলী বেগম, তসলিমা বেগম প্রমুখ। খবর প্রেস কিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধকমার্স কলেজ ৮৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার আমলে পটিয়ায় যে উন্নয়ন হয়েছে তা কোনো সরকারের আমলে হয়নি