‘নারীমুক্তির জন্য পুঁজিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে’

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সমাজে বিদ্যমান সামপ্রদায়িকতা ও মৌলবাদ নারীদের ফের ঘরে বন্দি করতে চায় বলে মন্তব্য করেছেন সিপিবির নেতারা।

গত শনিবার নগরীর হাজারী লেইনে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন। জেলা সিপিবির নারী সেলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা নারী সেলের আহ্বায়ক রেখা চৌধুরী বলেন, নারীমুক্তির লড়াই একটি রাজনৈতিক মতাদর্শিক লড়াই। এটি রাষ্ট্ররাজনীতি থেকে বিচ্ছিন্ন কিছু নয়। জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, সহিংসতা, গণতন্ত্রহীনতা ও মৌলবাদ নারী মুক্তির প্রধান অন্তরায়।

কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী বলেন, মানবমুক্তির পূর্ব শর্ত হলো নারীর মুক্তি। জেলা নারী সেলের সদস্য টিপাই আইচের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সীতারা শামীম, মো. মছিউদ্দৌলা, স্বপ্না তালুকদার, উম্মে রায়হান সিজার ও লতিফা কবির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায় ডিজিটাল সুরক্ষা স্মার্ট বাংলাদেশের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সহায়ক হবে
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনে দুইদিনের প্রশিক্ষণ কোর্স