নারীমুক্তির জন্য

কাজী মালিহা আকতার | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিবছর ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আর এ দিবস আসলে আমরা কতক অমর নারীদের স্মরণ করি। যেমনবাঙালি নারীদের মুক্তির লড়াইয়ের সর্দার বললে যার নাম আসে তিনি হলেন বেগম রোকেয়া। বিশেষ করে বাঙালি মুসলিম নারীদের অধিকারের জন্য তিনি সংগ্রাম করেছেন। রক্ষণশীল পরিবারে নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেন। তৎকালীন সময়ে নারীর শিক্ষার গুরুতর অভাব ছিল। আর এর জন্য বেগম রোকেয়া আজীবন সংগ্রাম করেন।

এছাড়াও তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। অবাঙালিদের দিকে তাকালে নারীর মুক্তির জন্য যুগে যুগে অনেক নারী বিভিন্নভাবে লড়াই করেছেন। ফরাসি রাজসভার নারী ক্রিস্তিন ডি পিজান ‘দ্য বুক অব দ্য সিটি অব লেডিস’ নামে বই লিখেন, যার প্রেক্ষাপটে নারীর অধিকার নিয়ে লেখালেখি শুরু হয়। ফরাসি নাট্যকার ও বিপ্লবী অলিম্পে ডি গোগেজ নারীর জন্য রাজনৈতিক ও আইনি অধিকার দাবি করেন। চীনা নারী বিপ্লবী ও লেখিকা সুই চোচিং নারী শিক্ষার প্রসার ও নারীর অধিকার আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্রিটিশ সমাজতান্ত্রিক ও লেখক অ্যানি বেসান্ত নারী অধিকারের জন্য অন্যতম সংগ্রামী।

এভাবে যুগে যুগে বহু নারী নারীর প্রতি হওয়া বৈষম্য, নির্যাতন, সহিংসতার বিরুদ্ধে এবং নিজেদের রাজনৈতিক ও সামাজিক অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সাত্তার চৌধুরী : পুঁথিবিশারদ ও লোকসাহিত্য সংগ্রাহক
পরবর্তী নিবন্ধনারী বন্দনা