নারীদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েলে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

একদিন আগে অলিম্পিকতো বটেই বিশ্ব অ্যাথলেটিক্সের সবচাইতে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের পুরুষ বিভাগে সোনার পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসে। এবার তারই পথ ধরে এবার নারীদের ২০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েলে লিসা টমাস। এই মার্কিন তরুনী অলিম্পিকের পদকের মঞ্চে এর আগেও দুবার উঠেছিলেন। কিন্তু চূড়ায় পা রাখার অভিজ্ঞতা এই প্রথম হলো গ্যাব্রিয়েলে লিসা টমাসের। বিশ্বাসঅবিশ্বাসের ঘোরে তাই যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার। তাইতো পদক জেতার পর বললেন অনেক পরিশ্রমের সিঁড়ি বেয়েই উঠে এসেছেন এই চূড়ায়। প্যারিস অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে দৌড়েছেন কদিন আগেই দ্রুততম মানবীর খেতাব জেতা সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেডও। তবে তাকে পেছনে ফেলে ২১ দশমিক ৮৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন গ্যাব্রিয়েলে। অলিম্পিকের গত আসরে টোকিওতে ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার। ওই আসরে ১০০ মিটার রিলেতে হেসেছিলেন রুপার হাসি। প্রথম অলিম্পিক স্বর্ণ নিয়ে স্বাভাবিকভাবেই বাঁধনহারা উচ্ছ্বাসে ভাসছেন গ্যাব্রিয়েলে। ২৭ বছর বয়সী এই অ্যাথলেট জানালেন, এই চূড়ায় পৌঁছতে কতটা ঘাম ঝরিয়েছেন তিনি। আমি আসলেই বিশ্বাস করতে পারছি না। কেননা অলিম্পিকে সোনার পদক জয় আমার স্বপ্নে দেখার মতো কিছু। কিন্তু একই সঙ্গে আমি জানি এটার জন্য কতটা লড়াই আমি করেছি। ছয় বছরের প্রচেষ্টা, শান্তভাবে কঠোর পরিশ্রম করা, কঠিন প্রতিযোগিতাগুলোয় অংশ নেওয়া, নিজেকে তাড়িত করা এবং এখন আমি এখানে। আমি লক্ষ্য ছুঁতে পেরেছি। আমার জীবনের সবচেয়ে সুখময় মুহূর্ত এটি। স্তাদে দি ফ্রান্সের ট্র্যাকে এই ইভেন্টে জুলিয়েন ২২ দশমিক ০৮ সেকেন্ড সময় নিয়ে রুপা ও যুক্তরাষ্ট্রের ব্রিটানি ব্রাউন ২২ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিক নারী ফুটবল ফাইনালে যুক্তরাষ্ট্র-ব্রাজিল
পরবর্তী নিবন্ধআন্দোলনে শহীদদের জন্য মোনাজাত বিনম্র শ্রদ্ধা ও শোক বিসিবির