নারীদের স্বাবলম্বী করতে পারলে পরিবারে অর্থ সংকট থাকবে না

রাউজানে কুটির শিল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র পারভেজ

রাউজান প্রতিনিধি | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

রাউজানের নারী উদ্যোক্তাদের মধ্যে কুটির শিল্পের সামগ্রী বিতরণ করেছে ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজান’। গতকাল শক্রবার উপজেলা সদরের মুন্সির ঘাটা মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে অনুষ্ঠানের মাধ্যমে নারীদের হাতে এসব সামগ্রী তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌর যুবলীগের সহ-সভাপতি মঈনুদ্দিন মোস্তফা, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সেন্ট্রাল বয়েজের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইদানিং মানুষের জন্মদিন পালন করার একটি রেওয়াজ সমাজে চালু হয়েছে। সবার উচিত জন্মদিনে উৎসব করতে গিয়ে যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সমাজের কল্যাণকর কাজে খরচ করলে সমাজ উপকৃত হবে। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে পারলে সমাজের কোনো পরিবার অর্থ সংকট থাকবে না উল্লেখ্য, সেন্ট্রাল বয়েজের পক্ষে নারী উদ্যোক্তদের কুটির শিল্প সামগ্রী বিতরণ কর্মসূচি ছিল রাউজানের এমপি পুত্র প্রকৌশলী ফারহান করিম চৌধুরী ও মেয়র জমির উদ্দিন পারভেজের জন্মদিনের উপহার হিসাবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে