তিনটি করে টি–টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এখন ভারতীয় নারী দল। আজ রোববার থেকে মাঠে গড়াচ্ছে দু’দলের ক্রিকেট সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচ। গতকাল ৮ জুলাই মিরপুরে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর বলেন বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে তার দল প্রস্তুত। হারমনপ্রীত জানান, ‘বাংলাদেশ ভালো দল। তারা সব সময়ই নিজেদের কন্ডিশনে ভালো মানের ক্রিকেট খেলে। যা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে এবং সেভাবে আমরা প্রস্তুত আছি। আমরা ২–৩ দিন নিজেদের প্রস্তুতির সময় পেয়েছি এবং প্রতিটি বিভাগেই কাজ করেছি। ইতিবাচক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি আমরা। আশা করছি পুরো দল একসঙ্গে খেলতে পারব এবং নিজেদের সেরাটা দিতে পারব।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়ার ইচ্ছার কথা জানান। জ্যোতি বলছিলেন, ‘প্রথমত দেখেন, অনেকদিন পর আমাদের এখানে খেলা, আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছে। কারণ আমরা জানি যতই ভালো ক্রিকেট খেলি, যদি জিততে না পারি সেক্ষেত্রে সেই ভালোটার মর্ম থাকে না। এই মোমেন্টামটা পিক করার জন্য অপেক্ষা করে আছি। আমরা চাচ্ছি ধারাবাহিকভাবে ভালো খেলার। এতে জেতার হারটা বেড়ে যায়। বিশ্ব ক্রিকেট যেভাবে উন্নতি করছে, আমাদের জয়ের হারটা আরও বাড়াতে হবে। পুরো দলেরও এটাই ইচ্ছা।’ ‘বাংলাদেশের মাটিতে আমাদের জন্য ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে’, যোগ করেন জ্যোতি।












