নারীদের প্রতি অমানবিক নিপীড়ন থামাতে হবে

আনজুমানে রজভীয়া নূরীয়ার সভায় আল্লামা নূরী

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আনজুমানে রজভীয়া নূরীয়ার চেয়ারম্যান এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) বলেছেন, ১৪শ বছর আগে অন্ধকার যুগে নারীদের মর্যাদা ও অধিকার বলতে কিছুই ছিল না। মহানবী (দ.) নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আজ সভ্যতার অগ্রগতির যুগ। তবে বিশ্বজুড়েই বেড়ে চলছে নারী নিপীড়ন। যৌতুক দিতে না পারায় শত শত সংসার ভেঙে যাচ্ছে। নারীদের প্রতি এই অমানবিক নিপীড়ন থামাতে হবে।
গত রোববার নগরীর অঙিজেনে আনজুমানে রজভীয়া নূরীয়ার প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মুহাম্মদ ফোরকান রেজা। সঞ্চালনায় ছিলেন শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। সভায় আগামী ৬ মার্চ বাদ মাগরিব ১২তম যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুছা সওদাগর, হাসান আলী, জাহিদুল হাসান রুবায়েত, নুরুল আমিন, ফরিদুল আলম, জাহাঙ্গীর ওসমান, মুহাম্মদ জাকারিয়া, শায়ের মুহাম্মদ এনামুল হক, মাহফুজুল ইসলাম, এডভোকেট আলমগীর, এস এম ইকবাল বাহার, শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, মুহাম্মদ ছৈয়্যদুল হক, শায়ের মুহাম্মদ ছালামত রেযা কাদেরী, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, ইঞ্জিনিয়ার জাহেদ, শাহীন সুজন, জাকির হোসেন সওদাগর, আকবর হোসেন খোকন, মুহাম্মদ মোজাফ্‌ফর, মঈনুদ্দীন মনির, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ ওসমান, শায়ের মুহাম্মদ শাহাদাত হোসাইন, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, রুহুল আমীন, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ বরাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদরাসায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : আল্লামা বাবুনগরী
পরবর্তী নিবন্ধপটিয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন