নারী কিসে আটকায়? এমন একটা পুরুষতান্ত্রিক উদ্ভট প্রশ্ন গত কয়েকদিন যাবত ঘুরছে ফেইসবুকে আমাদের দেশের কিছু কিছু পুরুষদের টাইম লাইনে। তাহলে উত্তরটা শোনেন ভাই। এই যে নারীকে আটকানোর কথাটা মাথায় গেঁথে রেখেছেন, আগে সেটাই মাথা থেকে ফেলে দেন।আটকানো শব্দের অর্থ কী অভিধান থেকে জেনে নিন। নারী সাজাপ্রাপ্ত জেলখানার অপরাধী কয়েদী নয়, গৃহপালিত জন্তুও নয় যে আটকে রাখবেন আপনার ইচ্ছানুযায়ী।
যখনই নারীকে আটকানোর ভাবনা ত্যাগ করে মুক্তভাবে বাস করতে দেবেন, নিজের মতোই একজন মানুষ ভাবতে পারবেন, নিজের মতোই সম পাল্লায় মাপতে শিখবেন, মূল্যায়ন করবেন, সম্মান দেবেন, ভালোবাসবেন, তাকে বিকশিত হতে দেবেন তখনই নারী আপনাকে জড়িয়ে থাকবে লতার মতো। পৃথিবীর সকল নারীর জীবন বয়ে যেতে দেন নদীর মত স্বাভাবিক গতিতে। নারীও উজাড় করে ভরিয়ে তুলতে জানে এই পৃথিবী মানুন বা না মানুন। নারীকে যথাযোগ্য সম্মান ও মূল্যায়ন না করে অবরুদ্ধ করে রাখতে চাওয়াতেই নারী বিদ্রোহী হয়ে ওঠে, মনে জন্ম নেয় পুরুষ সম্পর্কে নেতিবাচক ধারণা, হারিয়ে ফেলে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস।