নারায়ণহাট ইউনিয়নের সাবেক সদস্য ইসমাইল কারাগারে

এলজিএসপির টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ফটিকছড়ির ৩ নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইসমাইলকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মো. ইসমাইল আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, এলজিএসপির ১২ লাখ ১৭ হাজার ৪৬৭ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের ৭ আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বাদী হয়ে নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মাহমুদসহ ৮ জনের বিরুদ্ধে নিজ কার্যালয়ে একটি মামলা দায়ের করেছিলেন। সেখানে মো. ইসমাইলের নাম ছিল না। তবে মামলার তদন্ত শেষে গত বছরের ২৪ নভেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে যে চার্জশিট দাখিল করেছিলেন তাতে ইসমাইলের নাম রয়েছে। অর্থাৎ মো. ইসমাইল উক্ত মামলার চার্জশিটভুক্ত আসামি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় টেক্সির যাত্রীর ব্যাগে মিলল ৩ অবৈধ অস্ত্র, আটক ২
পরবর্তী নিবন্ধসদরঘাট থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লাকসামে গ্রেপ্তার