নারায়ণগঞ্জে আত্মগোপন, ২৩ দিন পর ধরা পিকআপ চালক

সিটি গেটে দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

নগরের সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যানপিকআপের সংঘর্ষে ৫ মাছ ব্যবসায়ী মারা যাওয়ার ঘটনায় পিকআপ চালককে ২৩ দিন পর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম সিয়াম খান। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প এলাকা থেকে র‌্যাব১১ ও র‌্যাব৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সিয়াম বরিশাল সদরের আস্তা কাঠি এলাকার ইউসুফ আলীর ছেলে।

জানা গেছে, গত ১৮ আগস্ট পিকআপে করে জেলেরা ফৌজদারহাট থেকে ফিশারিঘাট এলাকায় মাছ কিনতে যওয়ার জন্য রওনা হন। ভোর ৫টার দিকে সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় সেটি। সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে কাভার্ড ভ্যানের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলে তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। ঘটনার পর পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, নিহতের আত্মীয়স্বজন পিকআপ চালক সিয়াম খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সিয়াম নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ল দুই কিশোর, অল্পের জন্য রক্ষা
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহরণের শিকার ৫ জনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার