হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যুর ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে পুরো চন্দনাইশ উপজেলায়। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ৬টি অ্যাম্বুলেন্সে করে নিহত ৭ জনের লাশ যখন উপজেলার মোহাম্মদপুর গ্রামে ঢুকছিল, তখন অ্যাম্বুলেন্সের হুইসেলে ধোপাপাড়ার মৃত ভোলা দাশের বাড়িতে কান্নার রোল পড়ে। এসময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।
গতকাল বুধবার সকালে ধোপাপাড়া গিয়ে দেখা যায়, বাড়ির সামনের রাস্তায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে পাঁচটি অ্যাম্বুলেন্স। সেখানে রয়েছে হতভাগা নারায়ণ দাশের স্ত্রী রীতা রানী দাশ, কন্যা শ্রাবন্তী দাশ, বর্ষা দাশ, যমজ দুই পুত্র সন্তান দ্বীপ দাশ ও দিগন্ত দাশ এবং ভাতিজা বিপ্লব দাশের ক্ষতবিক্ষত লাশ। এই ঘটনায় নিহত চিনু দাশের লাশ নিয়ে যাওয়া হয় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে। এ সময় পুরো এলাকার মুসলিম, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের লোক এসেছেন নিহতদের এক নজর দেখতে। অশ্রুসজল সবার চোখ। এরমধ্যে সকাল ১০টা ৪০ মিনিটে প্রিয়তমা স্ত্রী ও আদরের চার সন্তানকে শেষবারের মত দেখতে ওমান থেকে ঘরে ফিরেন নারায়ণ দাশ। গাড়ি থেকে নেমেই আত্মীয়–স্বজনদের জড়িয়ে ধরে ‘আমার সব শেষ হয়ে গেল’ বলে কান্নায় ভেঙে পড়েন। অ্যাম্বুলেন্সে রাখা প্রতিটি লাশ দেখেন আর বোবা কান্নায় ভেঙে পড়েন। মাঝেমধ্যে হাউমাউ করে কেঁদে উঠছেন, কখনও মাথা নিচু করে নির্বাক হয়ে বসে থাকছেন অ্যাম্বুলেন্সের সামনে মাটিতে। উপস্থিত প্রতিবেশীরা জানান, আগেই বাবা–মা মারা গেছে নারায়ণের। এখন স্ত্রী–সন্তান সবাইকে হারিয়ে বড় একা হয়ে পড়েছে বেচারা। দুপুর সাড়ে ১১টার দিকে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী আসেন নারায়ণের বাড়িতে। এসময় তারা তাকে শান্ত্বনা দেন এবং সরকারিভাবে জেলা পরিষদ থেকে প্রাথমিকভাবে দেড় লাখ টাকার অনুদান প্রদান করেন।
স্থানীয় সাবের আহমদ সওদাগর জানান, মোহাম্মদপুর গ্রামের নারায়ণ দাশের পরিবারটির সঙ্গে এলাকার সবার সুসম্পর্ক ছিল। এমন একটি ঘটনা তাদের হতবাক করে দিয়েছে। কিছু চালকের অদক্ষতার কারণেই বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি–বেসরকারিভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।