সীতাকুণ্ডের ভাটিয়ারীতে নারকেল গাছ থেকে নিচে পড়ে নাজিম উদ্দীন মুন্না নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মো. রাশেদ জানান, নিহত মুন্না গতকাল বিকালে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় অবস্থিত পুরাতন ডাকবাড়ির আবুল কাসেমের নারকেল গাছে ডাব পাড়ার উদ্দেশ্যে ওঠেন। এক পর্যায়ে তিনি অসাবধানবশত গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে যান। এ সময় মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয় এবং তার স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজিম উদ্দিন মুন্নাকে মৃত ঘোষণা করেন। নিহত মুন্না উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খাদেমপাড়া গ্রামের বাসিন্দা মৃত ইসহাক ফকিরের ছেলে।