সীতাকুণ্ড পৌরসভায় আয়োজিত বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্যায়ের খেলায় ৬নং ওয়ার্ড দক্ষিণ মহাদেবপুর একাদশ জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পৌরসদরস্থ পশ্চিম মহাদেবপুর খলিল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৬নং ওয়ার্ড দক্ষিণ মহাদেপুর একাদশ ২–০ গোলে ৩নং ওয়ার্ড সোবহানবাগ একাদশকে পরাজিত করে। খেলায় ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দক্ষিণ মহাদেবপুর একাদশের মো. সোহেল। তার হাতে ট্রফি তুলে দেন সাবেক পৌর কাউন্সিলর মাসুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফজলে এলাহী পায়েল, কাউন্সিলর শামছুল আলম আজাদ, দিদারুল আলম এপোলো, সাবেক ফুটবলার অলক ভট্টাচার্য, নিতাই বলিক, মাহাদি হাসান সিফাত। এই টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করে।