রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত ১০ জনের নাম জমার আগে প্রস্তাবিতদের সম্মতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে সার্চ কমিটিকে। গতকাল মঙ্গলবার সার্চ কমিটির সঙ্গে বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়। এর আগে বিশিষ্টজনদের সঙ্গে তিন বৈঠকে আমন্ত্রিত হলেও উপস্থিত হতে পারেননি, এমন ব্যক্তিদের এদিনের বৈঠকে ডাকা হয়। খবর বিডিনিউজের।
তাতে যোগ দেন বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের চারজনের সঙ্গে বৈঠক করেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ছয় সদস্য। মঙ্গলবারে বৈঠক থেকে বেরিয়ে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, প্রকাশিত তালিকার মধ্যে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানেনও না কে তাদের নাম প্রস্তাব করেছেন। তালিকায় নাম থাকায় খুশি হয়েছেন; কিন্তু কোনো কারণে চূড়ান্তভাবে তারা বিবেচিত না হন, তখন বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। কারও মতামত না নিয়ে তাদের নাম তালিকায় প্রকাশ করা মনে হয় ঠিক হয়নি।
নিজের নাম বাদ দিতে অনুরোধ শাহদীন মালিকের : সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক। গতকাল মঙ্গলবার সার্চ কমিটির কাছে চিঠি দিয়ে তিনি নাম প্রত্যাহারের এই অনুরোধ করেন, যা গণমাধ্যমে বার্তা পাঠিয়েও জানান তিনি। জানতে চাইলে শাহদীন মালিক বলেন, এ পদের জন্য আমি আমার নাম প্রস্তাব করিনি। তালিকায় কেন আমার নাম এল, নিশ্চিত নই। আমার নাম কে প্রস্তাব করেছে, তাও জানি না। তাই নাম প্রত্যাহারের জন্য আমি মন্ত্রিপরিষদ বিভাগে ই মেইল করেছি।