নামীদামি ব্র্যান্ডের মোড়কে নকল পণ্য

কর্ণফুলীতে কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে ফেশওয়ে ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ সময় কারখানা থেকে ৫০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়। অভিযানে বিএসটিআই কর্মকর্তা সজিব চৌধুরী, নুরে আলম ফিরোজ, কর্ণফুলী থানা পুলিশের সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি কোম্পানির লেবেল ব্যবহার করে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন এবং বাজারজাত করছে ফেশওয়ে ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের এ কারখানা। অভিযান চালিয়ে এ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে কারখানা বন্ধ করে সিলগালা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘গুপ্তধন’ ভেবে মর্টার শেল ঘরে আনলেন দিনমজুর
পরবর্তী নিবন্ধসৈকতে ভেসে আসা নতুন জাতের জেলিফিশও খাওয়ার উপযোগী