নামাজ শেষে ফিরে দেখেন দোকানের ক্যাশ ভাঙা, নগদ টাকা উধাও

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়নের খান হাট বাজারে মা টেলিকমে এ ঘটনা ঘটে। চোর দোকানের ক্যাশ বক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানি মোহাম্মদ ইয়াছিন জানান, দোকানের সামনে পর্দা টেনে ক্যাশ বক্স তালাবদ্ধ করে প্রতিদিনের ন্যায় যোহরের নামাজ আদায় করতে যান তিসি। এ সুযোগে চোর দোকানের ভেতর ঢুকে ক্যাশ বক্স ভেঙে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। নামাজ আদায় শেষে দোকানে এসে দেখতে পান ক্যাশ বক্স ভাঙা ও নগদ টাকাগুলো নেই। তিনি বলেন, চুরির ঘটনাটি সিসিটিভিতে ধারণা করা হলেও চোর মাস্ক পরা থাকায় তাকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এছাড়া দোকানের আশপাশে সব সময় লোকসমাগম থাকে, তাই প্রতিদিনের ন্যায় নামাজের যাবার সময় দোকান তালাবদ্ধ করা হয়নি। লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, চুরির বিষয়টি কেউ থানায় অবগত করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদেশি নাগরিক আহত
পরবর্তী নিবন্ধচাকসুতে নির্বাচিতদের গ্যাজেট প্রকাশ, শপথ কাল